কিভাবে ভালো প্রোগ্রামার হওয়া যায়

❓

প্রোগ্রামিং শিখার জন্যে অবশ্যই একটা লম্বা সময় হাতে নিয়ে শুরু করতে হবে। কেউ খুবই সল্প সময়ে অনেক বেশি শিখতে পারে আবার ক্লাসের টপারও এই প্রোগ্রামিং জগতে এসে হ-য-ব-র-ল হয়ে যায়। হতাশ হয়ে যায় খুবই অল্পতে। আবার দেখা যায় অনেক ব্যাকবেঞ্চার এই জগতে এসে খুবই অল্পতে শিখে ফেলে এবং সফল হয়।

কার মেধা কোথায় বেশী কার্যকর সেটা তো আর বলা যায় না। তবে কষ্টে করলে ইনশাআল্লাহ সবি সম্ভব।

প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্যে আপনাকে অবশ্যই অনেক ধৈর্যশীল হতে হবে। প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে।

কারণ টা যদি বলি তাহলে এখানে প্রথমেই যেই বিষয় টা আসে সেটা হল, প্রোগ্রামিংএ সামান্য একটু ভুল হলেই পুরো প্রোগ্রামিং ই কাজ করে অথবা রান হয় না।

যার জন্যে অবশ্যই আপনার কে ধৈর্যশীল ভাবে আপনার ভুল আপনাকে খুঁজে বের করতে হবে৷এটার জন্যে যদি আপনি অন্যে কারো অপেক্ষায় থাকেন বা তাকে বারবার আপনার সমস্যার কথা বলেন তাহলে সে অনেক বিরক্ত হবে এবং সেই সাথে অনেক ইগনোনেস পাবেন বনাস।

যেই বিষয় টা আপনি কয়েক বার চেষ্টা করলেই পারতেন সেই বিষয়ের জন্যে যখন অন্যের অপেক্ষায় থাকবেন বা প্রোগ্রামিং লিখা ওই দিন বন্ধ করে দিবে ফলসরুপ আপনার প্রচুর সময়ের অপচয় হবে কিন্তু আপনার কাজের কাজ কিছুই হবে না। যার ফলে আপনার প্রোগ্রামিং শিখার আগ্রহ দিন দিন কমে যাবে।

তাই প্রোগ্রামিং শিখার আগে দেখা উচিত আদ্য কি আপনার প্রোগ্রামিং এর উপরে আগ্রহ আছে কিনা

❓

অনেক প্রতিষ্ঠান, অনেক অনলাইনের বিজনেসম্যান আপনাকে মোটিভেশন দিবে ২-৩ মাসে প্রোগ্রামিং শিখার সুযোগ করে দিতেছি আমরা। আমরা খুবই অল্প টাকা তে প্রোগ্রামিং শিখাই। কিন্তু কথা একটাই ভাই, কাজের কাজ আপনাকেই করতে হবে ।

রাতের পর রাত জেগে ঘন্টার পর পর ঘন্টা আপনার নিজের ভুলগুলো নিজেকেই খুঁজে বের করতে হবে।

আর ওই সব প্রতিষ্ঠান বা ব্যক্তির কথা যতটুকু কাজ ততটুকু হত তাহলে এই পৃথিবীতে সবাই নিজেকে একটা প্রোগ্রামিং এক্সপার্ট বানানো চেষ্টা করত।

আর এটা যদি আদ্য সম্ভব হইত যে, স্যার ভালো হলেই স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে তাহলে সবাই ভালো প্রতিষ্ঠানে ভালো স্যারের কাছে পড়ালেখা করে সবাই-ই ক্লাসের টপার হয়ে যেত।

ব্যাকবেঞ্চার কথাটা শুধু গ্রামার বইয়ে আবদ্ধ থাকত

😅

"কোনো কিছু শিখার আগে নিজের আগ্রহকে গুরুত্ব দিন দয়া করে"