কম্পিউটার প্রোগ্রামিং শেখার উপকারীতা কী?
অনেক উপকারিতা আছে, যেমন: ১) উন্নত ক্যারিয়ার, যেহেতু ওয়েবসাইট -সফটওয়্যার-এপস এর চাহিদা এখন তুঙ্গে। ২) মস্তিষ্ক চালু থাকা ৩) যেকোনো জটিল সমস্যা সহজভাবে ভেঙে সমাধান করার দক্ষতা অর্জন ৪) আবেগ কমে যাওয়া (আপনি যুক্তিকে আবেগের ওপরে প্রাধান্য দেবেন) ৫) ভালো যৌক্তিক তর্ক করতে পারবেন ৬) একাকিত্ব কাটানোর দারুন উপায় ৭) নতুন একটি কমিউনিটি পাবেন ৮) সমস্যা সমাধান আর নতুন নতুন জিনিস শেখার মত আনন্দ অন্য কিছুতে নেই ৯) প্রোগ্রামিং জোক্স পড়ে প্রাণ খুলে হাসতে পারবেন যা প্রোগ্রামার ছাড়া আর কেও বুঝবে না!
© লেখাটি লিখেছেন "IfteK Islam